Sunday, November 16, 2025
No menu items!
Homeযশোরযশোরের শার্শায় ৫ হাজার মোটরসাইকেলে জামায়াত প্রার্থীর শক্তি প্রদর্শন

যশোরের শার্শায় ৫ হাজার মোটরসাইকেলে জামায়াত প্রার্থীর শক্তি প্রদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে শক্তি প্রদর্শন করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে শোডাউনটি শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। দীর্ঘ মোটরসাইকেল মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে এই শোডাউন উপভোগ করেন। শেষে শার্শা বাজারে গিয়ে শোডাউন সমাপ্ত হয়।

শোডাউন শেষে মাওলানা আজিজুর রহমান বলেন,
“আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।”

এ সময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments