Sunday, November 16, 2025
No menu items!
Homeযশোরযশোরে পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান: প্রেমিকের মৃত্যু

যশোরে পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান: প্রেমিকের মৃত্যু

যশোরের বিনোদিয়া পার্কে ঘটেছে মর্মান্তিক ঘটনা। প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে সাদিকুর রহমান (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে আসেন যশোরের বিনোদিয়া পার্কে। পার্কে অবস্থানরত অবস্থায় এক পর্যায়ে তারা দু’জনই বিষ পান করেন।

বিষপানের পর তীব্র যন্ত্রণায় ছটফট করতে দেখলে পার্কে থাকা দর্শনার্থীরা ঘটনাটি বুঝতে পারেন এবং কর্তৃপক্ষকে জানান। পরে পার্ক কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টা ২৫ মিনিটে চিকিৎসক সাদিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার প্রেমিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাটির কারণ ও পটভূমি কী—তা জানার জন্য তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments