যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট শেখহাটি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার পর স্বামী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ সাদিয়া আক্তার (১৮) ছোট শেখহাটির জুয়েল হোসেনের স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক সাদিয়াকে ঢাকা মেডিকেলে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে জুয়েল ঘরে আটকে স্ত্রী সাদিয়াকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। ঘটনা ঘটানোর পর জুয়েল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, সাদিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে জুয়েল পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।


