যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আবেদন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। গত ১০ নভেম্বর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে— উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা যশোর-২ আসনের প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছেন।
একই দাবিতে পৃথকভাবে আবেদন করেছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন, যিনি নিজেও ওই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আব্দুস সালাম বলেন, “আমরা ২৭ জন নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। ঘোষিত প্রার্থীর সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। গত ১৭ বছর তিনি কারও খোঁজ নেননি, মামলা বা আন্দোলনের সময় পাশে ছিলেন না। এমন প্রার্থীর পক্ষে মাঠে কর্মীদের নামানো কঠিন।”
তিনি আরও বলেন, “আমাদের কোনো নির্দিষ্ট পছন্দের প্রার্থী নেই। কিন্তু এমন কাউকে মনোনয়ন দিতে হবে যিনি দলের সঙ্গে যোগাযোগ রাখেন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য।”
অন্যদিকে, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন জানান, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ জন নেতা প্রার্থী পুনর্বিবেচনার আবেদন করেছেন। “আমরা মনে করি, জামায়াতের প্রার্থীর বিপরীতে সাবিরা সুলতানাকে বিজয়ী করা কঠিন হবে। জনপ্রিয় প্রার্থী মনোনয়ন দিলে আসনটি পুনরুদ্ধার সম্ভব,” তিনি বলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ওই তালিকায় যশোর-২ আসনে প্রার্থী হন সাবিরা সুলতানা, যিনি জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


