যশোরের রায়মানিক গ্রামে একদল চোর গরু চুরির চেষ্টা করতে এসে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) ভোররাতে এই ঘটনাটি ঘটে যশোর সদর থানার কচুয়া ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার আলি মোল্লার বাড়ি থেকে চারটি গরু পিকআপে তোলার সময় রাত আনুমানিক ৩টার দিকে গরু তোলার শব্দে পরিবারের লোকজন চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। চোরেরা পালানোর চেষ্টা করলে, বাহারুল ইসলাম (৪৫) ও পলাশ (২৪) নামে দুই ব্যক্তি চোরদের আক্রমণে আহত হন।
এদিকে, এলাকাবাসী ধাওয়া দিয়ে খুলনার আড়ংঘাটা এলাকার হাসান (২২) নামে এক চোরকে আটক করে গণপিটুনি দেয়, ফলে সে গুরুতর আহত হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গৃহস্থ পরিবারকেও হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উত্তেজিত জনতা চোরদের পিকআপে আগুন দেওয়ায় গাড়ির টায়ার পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর কাজি বাবুল হোসেন।


