যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরে একদল যুবক হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়।
শেখ হাসিনা সমর্থনে স্লোগানধ্বনি
মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই—রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার মানিনা মানবো না’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’সহ নানা স্লোগান দেন।
পাঁচ মিনিটেই শেষ মিছিল
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলটি মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয়। এরপরই এটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে প্রায় ৩০ থেকে ৩৫ জন কিশোর-যুবক অংশ নেয়। অনেকের মুখে মাস্ক ছিল এবং কেউ কেউ হেলমেট পরেছিলেন।
হাজী সুমনের উদ্যোগ ও ফেসবুক ভিডিও
৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সুমনের উদ্যোগে এ ঝটিকা মিছিলটি হয়। হাজী সুমন নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রশাসনের প্রতিক্রিয়া
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, “সরকারবিরোধী কোনো মিছিলের বিষয়ে কিছু জানা নেই।” তবে কারা, কখন, কী উদ্দেশ্যে মিছিল করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


