Friday, November 14, 2025
No menu items!
Homeযশোরযশোরে তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

যশোরে তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

নানা কর্মসূচিতে শ্রদ্ধা ও স্মরণ

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (৪ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।

সকালে শহরের কারবালা কবরস্থানে মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে জেলা বিএনপির কার্যালয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ, ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

এর আগে জেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। একই স্থানে জেলা ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে।
এছাড়া জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে মুসল্লিদের মধ্যে টুপি ও জায়নামাজ বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments