যশোরে চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
বিরামপুর পশ্চিমপাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান,
বিরামপুর হাফেজপাড়ার রফিকুল জিসান খান,
এবং বিরামপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান।
রোববার (২ নভেম্বর) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই আল মামুন জানান, গত ২২ অক্টোবর রাত আটটার পর যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দেবদাস দাস শহর থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। কাঁঠালতলা ঢাকা রোডে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা তিন তরুণ তার হাত থেকে ফোন ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায়।
এরপর দেবদাস দাস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্রে শনিবার রাতে প্রথমে আকাশ খানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত ফোন ও অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রবিবার দুপুরে সহযোগী জিসান খান ও আমিনুর রহমানকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ভুক্তভোগীর দায়ের করা মামলার পর তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।


