যশোরের মণিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শফিউল্লাহ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহপাঠী নাইম (১৯)।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার জালঝাঁড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মণিরামপুরের হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মাওলানা হাতেম আলীর ছেলে। আহত নাইম একই উপজেলার পাঁচপোতা গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানান, মোটরসাইকেলে করে দুই ছাত্র মণিরামপুর আসছিলেন। জালঝাঁড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন। নাইমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে।”


