যশোরের বেনাপোলের ঘিবা গ্রামের একটি ডোবা থেকে সোমবার সকালে আব্দুল আলিম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল আলিম বেনাপোলের সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে। পরিবার ও স্থানীয়দের মতে, তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ঘিবা গ্রামের কয়েকজন বাসিন্দা রাস্তার পাশে হাঁটার সময় একটি ডোবায় ভাসমান মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধযুক্ত পচা লাশটি উদ্ধার করে।
এসময় নিহতের ভাই ইব্রাহিম আলিমের লাশটি সনাক্ত করেন। তিনি জানান, দুদিন আগে নানা বাড়ির উদ্দেশ্যে ঘিবা গ্রামে রওনা দিয়েছিলেন আলিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে দুদিন পর ডোবা থেকে মিলল তার লাশ।
স্বজন ও স্থানীয়দের দাবি, আব্দুল আলিম মানসিক ভারসম্যহীন অবস্থায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তবে তার মৃত্যু নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


