যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অধীন বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে গ্রামের আজিজুর রহমানের পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, যুবকটিকে হত্যা করে কেউ পুকুরে ফেলে দিয়েছে। ঘটনার পর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সাহা বলেন, “উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতের পরিচয় জানতে চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”


