Tuesday, October 14, 2025
No menu items!
Homeযশোরবেনাপোল পোর্ট থানায় ২৪ দিন ধরে ওসি শূন্য, ৭ বছর ধরে নেই...

বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন ধরে ওসি শূন্য, ৭ বছর ধরে নেই তদন্ত ওসি, আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ

যশোরের শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ বেনাপোল পোর্ট থানায় টানা ২৪ দিন ধরে নেই অফিসার ইনচার্জ (ওসি)। গত ১৯ সেপ্টেম্বর ওসি রাসেল মিয়াকে বদলি করা হলেও এখনো নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে থানা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে।

অভিভাবকহীন বেনাপোল পোর্ট থানা

ওসি শূন্য থাকায় বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন থানার এসআই মানিক কুমার সাহা। তবে প্রশাসনিক কার্যক্রমে সীমাবদ্ধতা দেখা দিয়েছে। থানা সূত্রে জানা গেছে, থানাটিতে দীর্ঘ ৭ বছর ধরে তদন্ত ওসি পদও শূন্য রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার তিন ইউনিয়নের সাধারণ মানুষ নানা সমস্যায় পড়ছেন। চুরি, ছিনতাই ও মারামারির ঘটনা বেড়ে চলেছে বলে স্থানীয়দের অভিযোগ। থানা প্রধানের অনুপস্থিতিতে অনেক অপরাধ ঘটলেও যথাযথ পদক্ষেপ নিতে দেরি হচ্ছে।

সীমান্ত এলাকায় অপরাধ বাড়ছে

ভারত সীমান্ত সংলগ্ন হওয়ায় বেনাপোল পোর্ট থানা সবসময়ই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওসি ও তদন্ত ওসি না থাকায় এই এলাকায় চোরাচালান ও প্রতারণার ঘটনা বেড়েছে। বিশেষ করে বেনাপোল চেকপোস্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে প্রতারণা, মাদক পাচার ও গাঁজা-ফেনসিডিল প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

‘দ্রুত ব্যবস্থা নিচ্ছি’—ভারপ্রাপ্ত ওসি মানিক কুমার সাহা

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি এসআই মানিক কুমার সাহা বলেন,

“কবে নতুন ওসি নিয়োগ হবে, তা আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি এবং নিয়মিত টহল চালানো হচ্ছে।”

জনগণের প্রত্যাশা: দ্রুত স্থায়ী ওসি নিয়োগ

স্থানীয়রা মনে করছেন, সীমান্ত এলাকার সংবেদনশীলতা ও অপরাধপ্রবণতা বিবেচনায় দ্রুত স্থায়ী ওসি নিয়োগ দেওয়া জরুরি। নইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments