যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে বজ্রাঘাতে আব্দুল হাকিম সর্দার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে প্রবল বর্ষণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাকিম সর্দার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে হাকিম সর্দার গাইদগাছি গ্রামের একটি ঘেরে মাছ ধরতে যান। এসময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গ্রামের মানুষ হঠাৎ এ মৃত্যুর ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন।