জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, শনিবার (১৭ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে এসআই (নিঃ) শিবু মন্ডল ও এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম ঝিকরগাছা থানার কুন্দীপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ৪৪টি সেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। রবিবার (১৮ আগস্ট ২০২৫) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মালামাল
৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন।
গ্রেফতারকৃত আসামির পরিচয়
নাম: মো. সাইফুল ইসলাম (৪০) পিতা: মো. আব্দুস সামাদ গ্রাম: কুন্দীপুর, থানা ঝিকরগাছা, জেলা যশোর।