Sunday, May 25, 2025
No menu items!
Homeযশোরযশোরে পূর্ব শত্রুতার জেরে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

যশোরে পূর্ব শত্রুতার জেরে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে সেলিম রেজা ডাবলু (৫৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ব্র্যাক অফিসের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

সেলিম যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রাতেই নিখোঁজ, সকালে মিলল মরদেহ

মৃত সেলিমের ছোট ভাই শাহিন রেজা খোকন জানান, শনিবার রাত ৮টার দিকে তিনি নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। এরপর আর ফিরে আসেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুলিশ সূত্রে তারা জানতে পারেন, ব্র্যাক অফিসের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে ভাই সেলিমকে শনাক্ত করেন।

শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন

খোকনের ভাষ্যমতে, “ভাইয়ের হাত-পা, বুক, পেট ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটা ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা হলে এমন নৃশংসভাবে হত্যা করত না। সম্ভবত পুরনো জমি-জমা সংক্রান্ত বিরোধ কিংবা প্রতিবেশীর সঙ্গে চলমান ঝামেলার জেরেই তাকে হত্যা করা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ বলেন, “পুলিশ সকালে একটি ক্ষতবিক্ষত লাশ জরুরি বিভাগে নিয়ে আসে। মাথা থেকে পা পর্যন্ত শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশের তদন্ত শুরু, পূর্ব শত্রুতার দিকেই ইঙ্গিত

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, “সকালে লাশ উদ্ধারের পর তা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ ও সম্ভাব্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular