Saturday, May 24, 2025
No menu items!
Homeযশোরযশোরে দাদার মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল জিহাদের

যশোরে দাদার মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল জিহাদের

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজার এলাকায় দাদার মোটরসাইকেল থেকে পড়ে জিহাদ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের বাসিন্দা মিলন হোসেনের ছেলে। ঘটনার সময় সে তার দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিপুর রোড দিয়ে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে জিহাদ মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular