যশোরে নিরাপদ খাদ্য আইনে দায়ের করা মামলায় খাবার সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতিষ্ঠান দুটি হলো ‘কাচ্চি ভাই’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’। বৃহস্পতিবার (২২ মে) মামলার ধার্য তারিখে তারা আদালতে উপস্থিত না হওয়ায় এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল।
গ্রেফতারি পরোয়ানা পাওয়া দুইজন হলেন:
- সোহেল সিরাজ — কাচ্চি ভাইয়ের মালিক
- মিহির ঘোষ — অনন্যা ঘোষ ডেয়ারির মালিক
অন্যদিকে, তৃতীয় প্রতিষ্ঠান ‘জনি কাবাব’-এর মালিক জয়নুল হক জনি এদিন আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। আদালত তার জামিন মঞ্জুর করে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ১৬ জুন।
কী হয়েছিল অভিযানে?
গত ৭ মে যশোর শহরের তিনটি জনপ্রিয় খাবার দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান তিনটি ছিল:
- কাচ্চি ভাই
- জনি কাবাব
- অনন্যা ঘোষ ডেয়ারি
অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর রান্নাঘর, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে নিরাপত্তা সংক্রান্ত ন্যূনতম মানও মানা হচ্ছিল না।
এই অনিয়মের ভিত্তিতে স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পৃথক মামলা দায়ের করেন।
পরবর্তী শুনানির তারিখ
- কাচ্চি ভাই: ৩ জুন ২০২৫
- অনন্যা ঘোষ ডেয়ারি: ৪ জুন ২০২৫
- জনি কাবাব: ১৬ জুন ২০২৫
আদালতের আদেশ অনুযায়ী, কাচ্চি ভাই ও অনন্যা ঘোষ ডেয়ারির মালিকদের গ্রেফতারে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ শুরু করেছে কর্তৃপক্ষ।
/এআই/