Wednesday, May 21, 2025
No menu items!
Homeযশোরঝিকরগাছায় শ্বশুরবাড়িতে বিষপানে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু

ঝিকরগাছায় শ্বশুরবাড়িতে বিষপানে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু

যশোরের ঝিকরগাছায় শ্বশুরবাড়িতে এসে বিষপান করে আনারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
তিনি যশোর কোতোয়ালি উপজেলার মাহিদিয়া ইউনিয়নের নতুনহাট বড়মেঘলা গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত মুজিবর দফাদার।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তিনি ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলে বটতলা গ্রামে তার শ্বশুরবাড়িতে গিয়ে বিষপান করেন।

পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে আনারুল ইসলামের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular