যশোর শহরের শংকরপুর এলাকায় খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে ছোটনের মোড়সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার পাঁচ বছর বয়সী শিশু খাদিজা সকালে মাঠে খেলতে গিয়ে পড়ে থাকা একটি বস্তু টেনিস বল ভেবে বাড়িতে নিয়ে আসে। এরপর ছয় বছরের সজিব ও তিন বছরের আয়েশা সেই “বল” নিয়ে খেলতে শুরু করলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে তিন শিশু-সহ মোট চারজন গুরুতর আহত হয়। দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান,
“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, বিস্ফোরক দ্রব্য কীভাবে মাঠে এল, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।