মণিরামপুরে দুর্বৃত্তের আগুনে পেট্রোল-ডিজেলের দোকান পুড়ে ছাই

মণিরামপুর, যশোর: যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর আকরাম মোড়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি পেট্রোল-ডিজেল বিক্রয় কেন্দ্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রবিবার (১৮ মে) সকাল ৯টার দিকে সিরাজুল ইসলাম মনুর মালিকানাধীন ওই দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ী সিরাজুল ইসলাম দাবি করেছেন, আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার জ্বালানি ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, সকালে তার ভাইপো ইসমাইল হোসেন প্রতিদিনের মতো দোকান খুলেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি আধা লিটার পেট্রোল চান। ইসমাইল তাদের চাহিদা অনুযায়ী পেট্রোল সরবরাহ করলে তারা টাকা না দিয়ে হঠাৎ দিয়াশলাই জ্বালিয়ে কন্টেইনারে আগুন ধরিয়ে দেন এবং দ্রুত সটকে পড়েন।

দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে দোকানে সংরক্ষিত পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রীতে। মুহূর্তেই পুরো দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানে রাখা সব জ্বালানি, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান, কাগজপত্রসহ বিসিআইসি ডিলার “শেখ ট্রেডার্স”-এর অফিস নথিপত্র পুড়ে যায়।

অগ্নিসংযোগের সময় উপস্থিত ইসমাইল দৌড়ে বেরিয়ে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

দিবালোকে এমন নাশকতামূলক ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, এ ধরনের ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা পরিচালনায় শঙ্কিত।

পুলিশ ও প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here