বেনাপোলে আধা কেজি হেরোইনসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বেনাপোল থেকে আধা কেজি হেরোইনসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছেন। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজার সংলগ্ন গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি জয়ন্ত দত্ত (৩৪), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সঞ্জয় দত্তের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক মাদক চোরাকারবারি বেনাপোল এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পাওয়ার পর যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল, হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে, দ্রুত অভিযানে নামে এবং জয়ন্ত দত্তকে আটক করে।

তল্লাশির সময় তার কাছ থেকে WB-23 C-2142 নম্বরের একটি ভারতীয় ট্রাক ও যশোর হ-২০-৫২৭৪ নম্বরের একটি হিরো পালসার প্রো মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটি একজন বাংলাদেশি মাদক ব্যবসায়ীর বলে ধারণা করছে বিজিবি। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবির দাবি, জয়ন্ত দত্ত দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসা-যাওয়ার সুযোগে নিয়মিতভাবে মাদক পাচার করে আসছিলেন। প্রতিবারই ভারত থেকে আমদানিকৃত পণ্যের সঙ্গে মাদক বহন করে বাংলাদেশের এক মাদক কারবারীর কাছে হস্তান্তর করতেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here