যশোরের পুলেরহাট বাজার এলাকা থেকে অজ্ঞান পার্টির অন্যতম প্রধান সদস্য আবু সাঈদ শেখ (৪১) কে গ্রেফতার করেছে র্যাব-৬।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ মে) সন্ধ্যায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আবু সাঈদ নড়াইল জেলার মীরাপাড়া (আটেরহাট) গ্রামের বাসিন্দা এবং মৃত জব্বার শেখের পুত্র।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে চেতনানাশক জাতীয় দ্রব্য ব্যবহার করে পথচারীদের অজ্ঞান করে তাদের মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ তার অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি জানান, একটি সংঘবদ্ধ দলের সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অপরাধে জড়িত ছিলেন।
র্যাব আরও জানায়, আবু সাঈদের বিরুদ্ধে প্রতারণা, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ এবং সড়ক পরিবহন আইনে অন্তত ১০টি মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply