Saturday, July 5, 2025
No menu items!
Homeযশোরযশোরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণকালে বিশৃঙ্খলা, ভুয়া নামের অভিযোগ শিক্ষার্থীদের

যশোরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণকালে বিশৃঙ্খলা, ভুয়া নামের অভিযোগ শিক্ষার্থীদের

যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহত (সি ক্যাটাগরি)-দের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও হট্টগোল সৃষ্টি হয়েছে। বুধবার জেলা কালেক্টরেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা আহতদের তালিকায় ভুয়া নাম থাকার অভিযোগ তুলে চেক বিতরণ স্থগিতের দাবি জানায়।

অনুষ্ঠানে ৬৬ জন আহতকে এক লাখ টাকা করে চেক দেওয়ার সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তালিকা নিয়ে আপত্তি তোলায় উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা স্লোগান ও বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে জেলা প্রশাসক অনুষ্ঠান অসমাপ্ত রেখে সভাকক্ষ ত্যাগ করেন।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন এবং ভুল থাকলে সংশোধনের আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানায়, এই তালিকা অনুযায়ী অনুদান দেওয়া হলে প্রকৃত শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments