Saturday, July 5, 2025
No menu items!
Homeযশোরযশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে আহত ১০

যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে আহত ১০

যশোরের বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, বাসটি যশোর থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছিল। পথে চারা বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে উল্টে যায়। এতে ৮ থেকে ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে নাভারন হেলথ কমপ্লেক্সে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments