যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার স্টার ইটভাটার সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৫০) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ইসলাম ইটভাটার মালিক ও মোহনপুর বটতলা মোড় এলাকার নুর ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি প্রাইভেটকার যশোর থেকে কেশবপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে চিনাটোলা বাজার থেকে একটি মোটরসাইকেল মণিরামপুর অভিমুখে আসছিল। স্টার ইটভাটার সামনে পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply