Sunday, July 6, 2025
No menu items!
Homeযশোরযশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতি মামলায় দুইজনের কারাদণ্ড

যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতি মামলায় দুইজনের কারাদণ্ড

যশোর শিক্ষা বোর্ডে বহুল আলোচিত চেক জালিয়াতির মামলায় অভিযুক্ত গাজী নুর ইসলাম ও আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিদের মধ্যে গাজী নুর ইসলাম শহরের পোস্ট অফিস পাড়ার এবং আশরাফুল আলম শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, মামলার চার্জশিটভুক্ত অন্য আসামিরা এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেকে জাল-ঘষামাজা করে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০২৪ সালের ১৬ অক্টোবর দুদকের তৎকালীন যশোর জেলা উপ-পরিচালক আল-আমিন ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments