Saturday, July 5, 2025
No menu items!
Homeযশোরবেনাপোলে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক

বেনাপোলে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক

যশোরের বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সুমন হোসেন (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুমন একই গ্রামের নূর ইসলামের ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৯ মে) সন্ধ্যায়। পরে শনিবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে খড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রেখেছিলেন সুমন। কিন্তু সম্প্রতি জমি নিয়ে বিরোধ দেখা দিলে সুমন তাদের কাছে টাকা ফেরত চান। শুক্রবার সন্ধ্যায় তিনি মশিয়ারদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন। কথাকাটাকাটির একপর্যায়ে সুমন সেখান থেকে চলে এসে স্থানীয় আনিছুরের দোকানে বসেন।

কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর, শহিদুল্লাহসহ আরও কয়েকজন দোকানে গিয়ে সুমনকে টেনে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করেন। পরে তারা সুমনকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ওসি রাসেল মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments