গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (৯ মে) যবিপ্রবির প্রধান ফটকের সামনে স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মধ্যে কলম, ফাইল, পানির বোতল, টিস্যু ও রজনীগন্ধা ফুল বিতরণ করা হয়।
ছাত্রদল নেতা ফরিদ হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই আমরা মূল ফটকের বাইরে এই সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
যদিও যবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ছাত্রদল নেতাদের দাবি, তাঁরা নিয়ম মেনে ক্যাম্পাসের বাইরে তথ্য ও সহায়তা কেন্দ্র পরিচালনা করেছেন এবং এটি কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, বরং মানবিক সহায়তার অংশ।
Leave a Reply