1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশ থেকে ছাত্রলীগ নেতা আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ আ.লীগ নিষিদ্ধে উপদেষ্টা বৈঠক, যমুনার বাইরে সেনাবাহিনীর কড়া অবস্থান “কিছু সংবাদমাধ্যম স্বৈরাচারী শাসকের পক্ষে কাজ করেছিল: প্রেস সচিবের মন্তব্য” ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যশোর নার্সিং কলেজের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান পাকিস্তানের গোলার আঘাতে ভারতের অতিরিক্ত ডেপুটি কমিশনার নিহত পাকিস্তানে ভারতীয় ৭৭ ড্রোন ভূপাতিত: জিও টিভির প্রতিবেদন গুচ্ছ ভর্তি পরীক্ষায় যবিপ্রবিতে ছাত্রদলের সহায়তামূলক কার্যক্রম ইসরায়েলি সেনাবাহিনীর ওপর স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলা, ১৯ ইসরায়েলি সেনা নিহত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ, প্রস্তুত হচ্ছে মঞ্চ

যশোরের খালে মিলল যুবকের মরদেহ, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেটের সময়ঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে আব্দুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়। নিহত রহমান শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও শরিফুল ইসলামের ছেলে।

আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, দুপুরে গোসল করতে বের হয় রহমান। এরপর আর বাড়ি ফেরেনি। পরে মোবাইল ফোনে খবর পান, খালে তার মরদেহ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধু খালে গোসল করতে নামে। গোসল শেষে দুজন উঠলেও রহমান ডুবে যায়। তখন তারা স্থানীয়দের সহযোগিতা চান। এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়ের রহমান তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনের জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিল। মরদেহ স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরও একই খালে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews