Thursday, July 3, 2025
No menu items!
Homeযশোরযশোরের খালে মিলল যুবকের মরদেহ, আতঙ্কে এলাকাবাসী

যশোরের খালে মিলল যুবকের মরদেহ, আতঙ্কে এলাকাবাসী

যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে আব্দুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়। নিহত রহমান শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও শরিফুল ইসলামের ছেলে।

আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, দুপুরে গোসল করতে বের হয় রহমান। এরপর আর বাড়ি ফেরেনি। পরে মোবাইল ফোনে খবর পান, খালে তার মরদেহ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধু খালে গোসল করতে নামে। গোসল শেষে দুজন উঠলেও রহমান ডুবে যায়। তখন তারা স্থানীয়দের সহযোগিতা চান। এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়ের রহমান তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনের জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিল। মরদেহ স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরও একই খালে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments