Thursday, July 10, 2025
No menu items!
Homeযশোরযশোরের কেশবপুরে মামাকে সৎকার করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২...

যশোরের কেশবপুরে মামাকে সৎকার করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

যশোরের কেশবপুরে মামার মরদেহ দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তাদের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ এলাকাবাসীর ভেতর শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তারা ওই ব্যক্তিকে দাফন করতে যান। রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়ে মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরেজমিন বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির বাড়িতে গেলে পরিবারের সদস্যদের আহাজারি ও এলাকাবাসীর ভিড় লক্ষ করা যায়। ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী বলেন, রাতে দুর্ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments