Thursday, July 10, 2025
No menu items!
Homeযশোরযশোর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, এক দালাল আটক

যশোর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, এক দালাল আটক

যশোর বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার (৭ মে) দুপুরে এই অভিযান চালানো হয়।

অভিযানে মো. আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসাথে কামাল হোসেন (৪৩) এবং আমিনুর কবীর (৫০) নামের আরও দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে, মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএতে গ্রাহকদের হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় এবং অভিযোগে সত্যতা পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান এই দণ্ড ও জরিমানাাদেশ প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments