Thursday, July 10, 2025
No menu items!
Homeযশোরযশোরে ৩৩ মামলার আসামি গ্রেফতার

যশোরে ৩৩ মামলার আসামি গ্রেফতার

হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাচালানসহ ছদ্মবেশে পালিয়ে বেড়ানো ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

আজ বুধবার সকালে যশোর শহরের খড়কী কলেজগেট এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম কাজী তারেককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তারেক যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, বুধবার সকালের দিকে শহরের খড়কী কলেজগেট এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম কাজী তারেককে গ্রেফতার করে। তার নামে একটি হত্যা, অস্ত্র, দুইটি বিস্ফোরক, ১৯টি মাদক ও ৬টি চোরাচালানসহ মোট ৩৩টি মামলা রয়েছে। 

এগুলোর মধ্যে ১৫টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কাজী তারেক দীর্ঘদিন ধরে অস্ত্র, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধচক্র নিয়ন্ত্রণ করে আসছিল। 

গ্রেফতার এড়াতে একেক সময় একেক ধরণের ছদ্মবেশ ধারণ করত এই অপরাধী।

//বাসস//

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments