Friday, July 4, 2025
No menu items!
Homeযশোরযশোরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

যশোরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (৪ মে) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়। পুলিশের দাবি- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৬০), একই ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন আলম (৪০), শার্শা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আবদুল খালেক (৫৪), বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান (৫৪), শার্শা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হায়দার আলী (৩৭) এবং শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী (৫৫)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেফতার হওয়া সাতজনই আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। ৫ আগস্টের পর থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে হাজিরালী এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শার্শা ও ঝিকরগাছা থানায় একাধিক মামলা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments