Sunday, July 6, 2025
No menu items!
Homeযশোরযশোর শহরের গাড়িখানা রোডের মসজিদ গলিতে আট দোকানে চুরি

যশোর শহরের গাড়িখানা রোডের মসজিদ গলিতে আট দোকানে চুরি

যশোর শহরের গাড়িখানা রোডের মসজিদ গলিতে সাতসকালে একসাথে আটটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোর ছয়টা থেকে সাতটা দশের মধ্যে চোরেরা এসব দোকানে হানা দেয়। এতে কয়েকটি দোকান থেকে নগদ টাকা লুট হয়েছে, অন্যগুলোতে তছনছ করে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, তারা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে তাদের দোকানে চুরি হয়েছে। এসে দেখেন, প্রতিটি দোকানের শাটার আংশিক ভাঙা, ক্যাশবাক্স ভাঙা, এবং টাকা উধাও। দোকানগুলোর বিভিন্ন মালামালও এলোমেলো করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চায়না বাটারফ্লাই দোকানের মালিক জাকির হোসেন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চায়না বাটারফ্লাই থেকে দেড় লাখ টাকা, রাব্বী প্রিন্টার্স অ্যান্ড স্টেশনারী থেকে ১০ হাজার টাকা, ইসলাম প্রিন্টিং প্রেস থেকে ৭০ হাজার টাকা, জনি স্টেশনারী থেকে ১০ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়াও এসবি পেপার, হাফিজ পেপার, সাহিদ কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স, ইউ এ এন্টারপ্রাইজে চোরের হানা দেয়, তবে এসব দোকান থেকে কোনো অর্থ বা মূল্যবান সামগ্রী চুরি হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূলত মসজিদ গলির মডেল মার্কেটে এ ঘটনা ঘটেছে। ওই মার্কেটের সামনের কলবসিবল গেটে তালা মারা ছিল, ফলে চোরেরা পেছন দিক থেকে প্রবেশ করে আটটি দোকানে চুরি চালায়। সামনের দিক থেকে কেউ তা বুঝতে পারেনি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments