সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিয়েছেন জাস্টিন ট্রুডো। সেই বিদায় যেন হলো পুরোদস্তুর সিনেম্যাটিক। ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার পর ট্রুডো শুরু করলেন পার্লামেন্টের তার দপ্তর গুটিয়ে নেওয়ার কাজ।
আর সেই গুটিয়ে নেওয়ার মুহূর্তেই ঘটলো এক মজার ঘটনা! এক হাতে পার্লামেন্টের নিজের চেয়ার, জিভ বের করে মুখে দুষ্টু হাসি নিয়ে ট্রুডো যখন পার্লামেন্ট থেকে বেরিয়ে আসছেন, রয়টার্সের এক ফটোগ্রাফার ঠিক সেই মুহূর্তটাই ক্যামেরাবন্দি ফেললেন। সংবাদমাধ্যম মিন্ট এ খবর জানিয়েছে।
আর তা দ্রুত ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, “দারুণ শট!” কেউ আবার মজা করে লিখছেন, “ট্রুডোর অভিব্যক্তিই বলছে, শেষমেশ আমি মুক্ত! এবার পাহাড়ে ঘুরতে যাব!”
অনেকেই বলছেন, ট্রুডোর এই মজার বিদায় তার ক্যারিশমাটিক ব্যক্তিত্বেরই প্রতিফলন। বলা যায়, কানাডার এক সময়ের “ফ্যাশন আইকন” প্রধানমন্ত্রীর বিদায় তার নিজস্ব স্টাইলেই।
Leave a Reply