1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
শনিবার, ০৩ মে ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৫ মে ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া নর্থ সাউথে ভর্তি পরীক্ষা: উত্তীর্ণ ৯ জনের মধ্যে পঞ্চম উপদেষ্টা আসিফ ‘ঘিরে ফেলা হচ্ছে চিকেন’স নেক’—উদ্বিগ্ন ভারত! অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল বাংলাদেশে তাঁবু গেড়েছে লক্ষাধিক রোহিঙ্গা, আশ্রয় দেওয়ার অনুরোধ জাতিসংঘের শয়তানের ধোঁকায় পড়ে কথা বলেছি: ধরা পড়ার পর জামায়াতের সাবেক সভাপতি গাজায় ‘লাইভ স্ট্রিমিং’ করে গণহত্যা ইসরাইলি বাহিনীরঃ অ্যামনেস্টি ১৩০ পারমাণবিক অস্ত্র সাজানোর জন্য নয়, ভারতের দিকে তাক করা: পাকিস্তানের রেলমন্ত্রী যশোরে চুরির ঘটনায় জড়িত প্রতারক চক্রের ০৫ সদস্য গ্রেফতার পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ শরিফ

মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

  • আপডেটের সময়ঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার একটি আদালত বুধবার শালোম আবিতান নামের এক ইসরাইলি নাগরিককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি ৬টি আগ্নেয়াস্ত্র ও কয়েক ডজন গুলি বহনের দায় স্বীকার করলে আদালত তাকে এই সাজা দেন।

তার আইনজীবী নারান সিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কারাদণ্ড প্রাপ্তের নাম শালোম আবিতান। ৩৯ বছর বয়সি এই ইসরাইলি নাগরিককে গত বছরের মার্চ মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে অস্ত্র পাচার ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়। 

একইসঙ্গে তাকে অস্ত্র সরবরাহ করার অভিযোগে এক মালয়েশিয়ান দম্পতিকেও অভিযুক্ত করা হয়।

তদন্তে গুপ্তচরবৃত্তির সন্দেহ

মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আবিতান দাবি করেছেন, পারিবারিক বিরোধের কারণে নিখোঁজ হওয়া আরেক ইসরাইলি নাগরিককে খুঁজে বের করতে তিনি মালয়েশিয়ায় এসেছিলেন।

মালয়েশিয়া ও ইসরাইলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই দেশটির পুলিশ তার উদ্দেশ্য ও সম্ভাব্য অপরাধ চক্রের সদস্য বা গুপ্তচর হিসেবে যুক্ত থাকার বিষয়ে তদন্ত করেছে।

গ্রেফতার ও বিচার

কর্তৃপক্ষ জানিয়েছে, আবিতান গত বছরের ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে ফরাসি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন। এরপর ২৭ মার্চ কুয়ালালামপুরের একটি হোটেলে অস্ত্রভর্তি ব্যাগসহ তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি একটি ইসরাইলি পাসপোর্টও উপস্থাপন করেন।

তার আইনজীবী নারান সিং জানিয়েছেন, বুধবার কুয়ালালামপুরের সেশন কোর্ট তার দোষ স্বীকারের আবেদন গ্রহণ করে এবং গত বছরের ২৮ মার্চ গ্রেফতারের তারিখ থেকে তার সাত বছরের কারাদণ্ড কার্যকর হওয়ার আদেশ দেয়। 

আবিতান তার এই সাজা রাজধানীর উপকণ্ঠে কাজাং কারাগারে ভোগ করবেন বলে জানানো হয়েছে। সূত্র: রয়টার্স

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews