মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখতে সুন্দর হলেও কঠোর স্বভাবের, এমনকি ‘খুনি’ ধরনের কঠোর।
বুধবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) শীর্ষ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, তার হস্তক্ষেপের কারণে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামানো সম্ভব হয়েছে।
ট্রাম্প বলেন, মোদীকে দেখে মনে হতে পারে, তিনি বাবার মতো একজন সদয় মানুষ, কিন্তু বাস্তবে তিনি খুবই কঠোর। ট্রাম্প বর্ণনা করেন, মোদী যুদ্ধের প্রস্তাবে রাজি হননি, কিন্তু পরে শান্তি বজায় আসে। তিনি মোদীর প্রতি তার ‘অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা’ প্রকাশ করেন এবং ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কাজকর্মের কথা উল্লেখ করেন।
সদৃশভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও ট্রাম্পের চোখে একজন দুর্দান্ত মানুষ। ট্রাম্প দাবি করেন, উত্তেজনা চরম আকার ধারণ করার সময় তিনি উভয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকি ব্যবহার করে পরিস্থিতি শান্ত করেছেন। তিনি জানান, দুই দেশের নেতৃত্বের সঙ্গে ফোনালাপের পর ৪৮ ঘণ্টার মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব হয়েছিল, যা লাখ লাখ জীবন রক্ষা করেছে।
তবে খবরের সংস্থা এবং ভারত সরকার আগে থেকেই বলেছে, এই সংঘর্ষবিরতি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হয়েছিল এবং ট্রাম্পের দাবি পুরোপুরি সত্য নাও হতে পারে।


