ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হস্তান্তর করা একটি কফিনে মৃত জিম্মির দেহ নেই বলে নিশ্চিত হওয়ার পর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে ‘শক্তিশালী হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, কফিনের দেহাবশেষ এখনও গাজায় আটক থাকা ১৩ জিম্মির কারও নয়। এ ঘটনায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং “প্রতারণামূলক আচরণ” করছে।
অন্যদিকে, হামাস এক পাল্টা বিবৃতিতে বলেছে, ইসরায়েল নতুন করে গাজায় আগ্রাসী পদক্ষেপ নেওয়ার অজুহাত তৈরি করছে। তাদের দাবি, “ইসরায়েল মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়ে আগ্রাসনের যৌক্তিকতা দাঁড় করাচ্ছে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সূচনা করতে পারে, যা ইতোমধ্যে নাজুক অবস্থায় থাকা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।
গাজায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
RELATED ARTICLES


