যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সব সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই দুই সংস্থা গাজায় অবিলম্বে ত্রাণ কার্যক্রমের পথ সুগম করার আহ্বান জানায়।
🚨 “সব প্রবেশপথ খোলা রাখা দরকার” — রেড ক্রস
রেড ক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন বলেন, “গত কয়েক ঘণ্টা ধরে আমরা বারবার বলছি— বিপুল মানবিক চাহিদা মেটাতে সব প্রবেশপথ খোলা রাখা অত্যন্ত জরুরি।”
তিনি জানান, গাজার সীমান্তে অবরোধের কারণে বিপুল পরিমাণ ত্রাণ আটকে রয়েছে।
🕊️ ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতি কার্যকর, কিন্তু ত্রাণ পৌঁছাতে বাধা
জাতিসঙ্ঘ ও রেড ক্রস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও, সীমান্ত বন্ধ থাকায় মানবিক সহায়তা পৌঁছাতে বড় বাধার মুখে পড়ছে সংস্থাগুলো।
🚚 “সব সীমান্ত উন্মুক্ত থাকা দরকার”— জাতিসঙ্ঘ
জাতিসঙ্ঘের মানবিক সাহায্য সংস্থা ওসিএইচএ-র মুখপাত্র জেন্স লেয়ার্কে বলেন,
“আমাদের সব সীমান্ত খোলা থাকা দরকার। কিছু সীমান্ত আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে; গাজার ভেতরে রাস্তা পরিষ্কার করে ট্রাক চলাচলের ব্যবস্থা করতে হবে।”
⚠️ গাজায় দুর্ভিক্ষের ঘোষণা, বিপর্যয়ের মুখে লাখো মানুষ
গত ২২ আগস্ট জাতিসঙ্ঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে। সংস্থার হিসাব অনুযায়ী, প্রায় ৫ লাখ মানুষ এখন ‘বিপর্যয়কর’ খাদ্য সংকটে ভুগছে।
📦 গাজায় পাঠানোর জন্য প্রস্তুত ১.৯ লাখ টন ত্রাণ
লায়ার্কে জানান, জাতিসঙ্ঘের কাছে বর্তমানে ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন ত্রাণসামগ্রী প্রস্তুত আছে, যা সীমান্ত খুলে দিলে দ্রুত পাঠানো সম্ভব হবে।
📍 “মানবিক করিডোর খুলুন”— জাতিসঙ্ঘের জরুরি আহ্বান
জাতিসঙ্ঘের কর্মকর্তারা বলেন, সীমান্তগুলো খোলা না হলে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় আরও গভীর হবে। তারা সব পক্ষকে “মানবিক করিডোর” নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


