Tuesday, August 12, 2025
No menu items!
Homeআন্তর্জাতিকভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক: দিল্লিতে নির্বাচনী বিক্ষোভে উত্তেজনা

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক: দিল্লিতে নির্বাচনী বিক্ষোভে উত্তেজনা

সংসদ ভবনের বাইরে বিরোধী শীর্ষ নেতাদের গ্রেপ্তার

ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়।

বিরোধীদের মিছিলে যোগ দিয়ে আটক হন সঞ্জয় রাউতসহ একাধিক এমপি
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বেশ কয়েকজন বিরোধী সাংসদকেও আটক করা হয়। বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে আন্দোলন মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে পুলিশ হস্তক্ষেপ করে।

বিক্ষোভে ধাক্কাধাক্কি, তৃণমূল সাংসদ অজ্ঞান—রাহুলের সহায়তা
প্রতিবাদস্থলের ফুটেজে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে স্লোগান, পুলিশের ব্যারিকেডে ধাক্কা ও টপকানোর চেষ্টা চলছে। এসময় তৃণমূল এমপি মিতালি বাগ হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন, রাহুল গান্ধী তাকে সহায়তা করেন।

পুলিশি অবরোধে থেমে যায় ‘ইন্ডিয়া’ জোটের মিছিল
কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের দপ্তরে মিছিলের পরিকল্পনা করলেও পুলিশ আগেই সংসদ ভবনের চারপাশে ব্যারিকেড বসিয়ে রাস্তাগুলো বন্ধ করে দেয়। বিপুলসংখ্যক নিরাপত্তা মোতায়েন করে বিক্ষোভকারীদের ঘিরে ফেলা হয়।

সংসদের উভয় কক্ষ দুপুর ২টা পর্যন্ত স্থগিত
বিক্ষোভের উত্তেজনা ও পুলিশি অবরোধের কারণে সংসদের উভয় কক্ষ দুপুর ২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

ভোটার তালিকা জালিয়াতির অভিযোগে বিজেপি-নির্বাচন কমিশন সমালোচনায়
বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি ও নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিবর্তন করে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। মহারাষ্ট্র ও কর্নাটকের নির্বাচনের পর এই অভিযোগ আরও জোরালো হয়।

রাহুলের দাবি—সারা দেশে চলছে ভোটার জালিয়াতি
গত সপ্তাহে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে রাহুল গান্ধী উপস্থাপনায় বলেন, সারা দেশে ব্যাপক ভোটার জালিয়াতি হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকার খসড়া অনলাইনে প্রকাশের দাবি জানান।

বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনে ক্ষোভ, মামলা সুপ্রিম কোর্টে
বিহারের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত ‘বিশেষ নিবিড় সংশোধনী’ প্রক্রিয়া নিয়েও বিরোধীরা ক্ষোভ প্রকাশ করেছে। কয়েক মাস আগে ঘোষিত এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments