ইরানের ওপর আরেকবার আগ্রাসন চালানো হলে তেল আবিবকে ‘ভুতুড়ে শহরে’ পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি। শুক্রবার (১ জুলাই) জুমার খুতবায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো কিংবা আগের মতো উন্মত্ততা দেখাও, তাহলে আমরা ইসরায়েলের অস্তিত্বকে ধ্বংস করব। তেল আবিবকে একটি জনশূন্য, নিঃস্ব প্রাণহীন শহরে পরিণত করা হবে।”
ইরানিদের ঐক্যের প্রশংসা
১২ দিনের যুদ্ধে ইরানি জনগণের দৃঢ় অবস্থান ও ঐক্যের প্রশংসা করে খাতামি বলেন, “এই লড়াইয়ে যা প্রমাণিত হয়েছে, তা হচ্ছে ইসলামী বিশ্বের পক্ষ থেকে একক কণ্ঠস্বর—যা বলে, ইরান আক্রান্ত হলে জনগণ জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।”
ইসরায়েলের আক্রমণ ও পাল্টা প্রতিক্রিয়া
গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালায়, যেখানে প্রাণ হারান এক হাজারেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ছিলেন বিজ্ঞানী ও সামরিক কমান্ডাররাও।
ইরানও পাল্টা জবাব দেয়। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলজুড়ে চালানো হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এমনকি ২২ জুন, যুদ্ধবিরতির দুই দিন আগে, ওয়াশিংটনের ভারী বোমা হামলার জবাবে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে।