বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের ঘোষণার পরপরই ভারতের পোশাকশিল্প-ভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে। একইসাথে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ নির্ধারণ করে।
এই ঘোষণার পরপরই ভারতের বড় পোশাক কোম্পানিগুলোর শেয়ারে নিম্নগামী প্রবণতা দেখা যায়। কেপিআর মিলসের শেয়ার পড়ে ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিং ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজ ০.৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবাল ৩.৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টস ২.৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টস ৩.২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলস ২.৮ শতাংশ হারে দর হারায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে জানিয়ে ছিলেন, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। তবে পরবর্তীতে একাধিক ধাপে আলোচনা শেষে সেই হার ২০ শতাংশে নামিয়ে আনা হয়।
বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে ভারত বাংলাদেশের প্রধান প্রতিযোগী। প্রযুক্তি ও শ্রম খাতে তুলনামূলক সুবিধার কারণে বাংলাদেশ এরই মধ্যে কিছুটা এগিয়ে রয়েছে। তবে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার সময় ভারতের বাজার সাময়িকভাবে লাভবান হয়েছিল। নতুন শুল্ক কাঠামোর ফলে সেই সুবিধা হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গেও একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এতে পাকিস্তানি পণ্যের ওপর শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে আনা হয়েছে। পাশাপাশি দুই দেশ তেল অনুসন্ধান খাতে যৌথভাবে কাজ করার চুক্তিও করেছে।
সূত্র: আপস্টক্স