Tuesday, August 12, 2025
No menu items!
Homeআন্তর্জাতিকগাজায় দুর্ভিক্ষ ও গণহত্যার প্রতিবাদে অনশনে ইতালির ৭০০’র বেশি চিকিৎসাকর্মী

গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যার প্রতিবাদে অনশনে ইতালির ৭০০’র বেশি চিকিৎসাকর্মী

মধ্য ইতালির টাস্কান অঞ্চলজুড়ে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতীকী অনশন শুরু করেছেন সাত শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী। তারা ইসরায়েলের কথিত গণহত্যা ও পরিকল্পিত অনাহারের নিন্দা জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছেন।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যম Corriere Fiorentino-র খবরে জানা যায়, আন্দোলনকারীরা মঙ্গলবার থেকে টাস্কানির ৪০টিরও বেশি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে দুপুরের খাবার ত্যাগ করে পালাক্রমে এই অনশন শুরু করেন। তারা গাজার বেসামরিক মানুষের প্রতি সংহতি জানিয়ে এই প্রতীকী উদ্যোগ নিয়েছেন।

চিকিৎসাকর্মীরা তাদের কর্মস্থলের বাইরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান, যেখানে গাজার পরিস্থিতিকে “পরিকল্পিত গণহত্যা” ও “ক্ষুধার অস্ত্র ব্যবহারের অভিযান” হিসেবে বর্ণনা করা হয়। তারা নিজেদের অনশনরত অবস্থায় তোলা ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়:
“গাজার বিপর্যয়ের মুখে নীরব থাকা আমাদের পক্ষে অসম্ভব। ২১ মাসের যুদ্ধ, যেখানে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন— যাদের মধ্যে বহু শিশুও রয়েছে— সেই অবস্থার পর এখন মানুষ অনাহারে মৃত্যুবরণ করছে।”

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলি সরকার সুশৃঙ্খলভাবে গণহত্যা চালাচ্ছে এবং পুরো গাজা উপত্যকাকে পরিকল্পিতভাবে ক্ষুধার জালে আটকে রাখছে।

আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচি কেবল টাস্কানিতেই সীমাবদ্ধ নয়— বরং পুরো ইতালিজুড়ে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের অংশগ্রহণে একটি মানবাধিকার ভিত্তিক বৃহৎ প্রতিবাদ আন্দোলনের অংশ।
তারা ইসরায়েলের সামরিক আগ্রাসনে কিছু ইউরোপীয় দেশের রাজনৈতিক ও অস্ত্র সহায়তারও বিরোধিতা করছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments