1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
যশোরে খাদ্য নিরাপত্তা অভিযান, কাচ্চি ডাইন, আড্ডাখানাসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা যশোরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণকালে বিশৃঙ্খলা, ভুয়া নামের অভিযোগ শিক্ষার্থীদের যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে আহত ১০ আওয়ামী লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক-ইউটিউবসহ, বন্ধে চিঠি প্রেরণ এনবিআর ভাঙার প্রতিবাদে বেনাপোলে পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির যশোরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতি মামলায় দুইজনের কারাদণ্ড যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেঁসে যুবক কারাগারে, পরিবারের দাবি প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার জুলাই আন্দোলনে আহত এনামের পাশে তারেক রহমান মোদি ভাষণের পর ড্রোন হামলা ও বিস্ফোরণ, ভারতের সীমান্ত এলাকায় সতর্কতা ও ব্ল্যাকআউট

গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত ২৬ ফিলিস্তিনি

  • আপডেটের সময়ঃ সোমবার, ১২ মে, ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় আশ্রয়হীন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের টানা বিমান ও ড্রোন হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু রয়েছে।

রোববার (১১ মে) রাতে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর টার্গেট ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী সাধারণ মানুষ। চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, হামলার বেশিরভাগ অংশে কোনো সামরিক স্থাপনা লক্ষ্য ছিল না।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে সাধারণ মানুষের একটি জমায়েতে ড্রোন হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। একই শহরে পৃথক হামলায় আরও দুজন প্রাণ হারান।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আশ্রয়প্রার্থীদের তাবু লক্ষ্য করে চালানো ড্রোন ও বিমান হামলায় এক বাবা ও তার ছেলে নিহত হন। শহরের পশ্চিম অংশে আরেকটি তাবুতে হামলায় দুই শিশুসহ চারজন মারা যান। কাছাকাছি আসদা এলাকায় আরও দুটি তাবুতে পৃথক হামলায় দুই শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক নিহত হন। অন্য এক হামলায় একটি সাইকেলের ওপর লক্ষ্য করে চালানো গুলিতে এক তরুণ প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকায় ইসরায়েলি বাহিনী তীব্র গোলা ও গুলিবর্ষণ চালায়। গাজার উত্তর ও মধ্যাঞ্চলে গোলাবর্ষণে শিশুসহ আরও কয়েকজন হতাহত হন।

খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় চারজন নিহত হন। গাজা শহরে আরেকটি হামলায় পাঁচজন মারা যান, যাদের মধ্যে একটি কন্যাশিশুও রয়েছে।

এছাড়া গাজা শহরের আল-তুফাহ এলাকায় ও জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটে বিমান হামলা ও গোলাবর্ষণে ধ্বংস হয় বহু আবাসিক ভবন ও একটি মসজিদ, যাতে আরও দুইজন আহত হন।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫২ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বড় অংশ নারী ও শিশু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews