পাকিস্তানের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি।
শুক্রবার (৯ মে) প্রকাশিত এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন গুলি করে নামানো হয়। এরপর ৮ মে রাত থেকে ৯ মে দুপুর পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে শত্রুতামূলক নজরদারিতে নিয়োজিত ছিল।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, এই ঘটনাগুলো ‘ভারতীয় আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেনাবাহিনী এসব অপতৎপরতার যথাযথ জবাব দিচ্ছে।
Leave a Reply