ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড দাবি করেছে, দক্ষিণ গাজার পূর্ব রাফাহ এলাকায় দুটি পৃথক অভিযানে ইসরায়েলের অন্তত ১৯ সেনা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হামাস জানায়, রাফাহর আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে ইসরায়েলের সাত সদস্যের একটি সামরিক দলের ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এতে পুরো দলটি নিহত হয় বলে দাবি করেছে তারা।
একই এলাকায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে অভিযান চালানোর সময় আরও একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর হামলা চালানো হয়। এই হামলায় অ্যান্টি-পার্সোনেল ও অ্যান্টি-আর্মার শেল ব্যবহার করা হয়েছে বলে জানায় হামাস। এতে ১২ সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়।
আল-কাসসাম ব্রিগেডের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নিতে ইসরায়েলি হেলিকপ্টার সেখানে অবতরণ করে। তারা আরও জানায়, পূর্ব রাফাহর আল-জেনিনা এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে।
তবে এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।
ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮৫৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছেন ৫ হাজার ৮৪৭ জন।
Leave a Reply