1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
যশোরে কাচ্চি ভাই সহ তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা মাওয়া এক্সপ্রেসওয়ের সেই ভাইরাল ভিডিওর ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার যশোর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, এক দালাল আটক খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক রহমান যশোরে ৩৩ মামলার আসামি গ্রেফতার খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে থাকবেন আ.লীগ নেতারা ভারতকে পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের অনুুমতি ভারতের সাময়িক উল্লাস তাদের দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হবে: পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক ভারতীয় সেনাবাহিনী সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে, দাবি পাকিস্তানের ফিলিস্তিনি যোদ্ধাদের থেকে মুক্তি পেয়ে নিজ বাসায় ‘ধর্ষণের শিকার’ ইসরায়েলি তরুণী শিয়া শেম

দাবানলের রেশ না কাটতেই ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

  • আপডেটের সময়ঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দাবানলের রেশ না কাটতেই এবার বন্যার কবলে পড়েছে ইসরাইল। রোববার (৪ মে) থেকে দক্ষিণ ইসরাইলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে। এদিন বিকেলে ভারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের মূল প্রবেশপথসহ বেশ কয়েকটি প্রধান রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ।

দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনাতেও প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার (১.৩ ইঞ্চি) এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার (০.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।*

পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ এবং এটি করা জীবনের জন্য হুমকিস্বরূপ। জনসাধারণকে বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ারও আহ্বান জানিয়েছে পুলিশ।

ভারি বৃষ্টি-বন্যার কারণে মিৎজপে র‍্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত রুট ৪০ বন্ধ ছিল। আইন গেদি থেকে হা’আরাভা জংশন পর্যন্ত রুট ৯০ এবং সেখান থেকে দক্ষিণ দিকে ইলাত পর্যন্ত যাতায়াতও বন্ধ করে দেয়া হয়। এছাড়া ২০৪ নম্বর রুটে অবস্থিত হালুকিম জংশনটি মিৎজপে র‍্যামনের দিকে বন্ধ ছিল। ইলাত থেকে ৯০ এবং ১২ নম্বর রুটে এক্সিটও বন্ধ করে দেয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews