1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
যশোরে কাচ্চি ভাই সহ তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা মাওয়া এক্সপ্রেসওয়ের সেই ভাইরাল ভিডিওর ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার যশোর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, এক দালাল আটক খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক রহমান যশোরে ৩৩ মামলার আসামি গ্রেফতার খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে থাকবেন আ.লীগ নেতারা ভারতকে পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের অনুুমতি ভারতের সাময়িক উল্লাস তাদের দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হবে: পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক ভারতীয় সেনাবাহিনী সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে, দাবি পাকিস্তানের ফিলিস্তিনি যোদ্ধাদের থেকে মুক্তি পেয়ে নিজ বাসায় ‘ধর্ষণের শিকার’ ইসরায়েলি তরুণী শিয়া শেম

নতুন পরিকল্পনা অনুমোদন, পুরো গাজা দখল করতে যাচ্ছে দখলদার ইসরাইল

  • আপডেটের সময়ঃ সোমবার, ৫ মে, ২০২৫

গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরো বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে দখলদার ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এ পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে।

ইতোমধ্যেই হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা আর হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসাবে বর্ণনা করেছে। তবে ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সামনের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরেই এই পরিকল্পনা কার্যকর হতে পারে।

আরো জানা যাচ্ছে যে, প্রাইভেট কোম্পানির মাধ্যমে গাজায় মানবিক সহায়তা সরবরাহ ও বিতরণের একটি পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। এর ফলে দুই মাস ধরে সেখানে ত্রাণ সরবরাহে যে অবরোধের অবসান হতে পারে। ওই অবরোধের কারণে সেখানে খাবার ও অন্যান্য জরুরি জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা গিয়েছে বলে জাতিসংঘ বলেছে।

জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থাগুলো বলছে, এই প্রস্তাব মানবিক সহায়তা কর্মকাণ্ডের মূল নীতির বিরোধী এবং তারা এতে কোন সহায়তা করবে না। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠকে বসে। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।

ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েকমাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মিতক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম পর্যায়ে গাজার আরো কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মিশর আর ইসরাইলের মধ্যে থাকা বাফার জোনের এলাকা বৃদ্ধি করা হবে। এর ফলে হামাসের সাথে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় বাড়তি সুবিধা পাবে ইসরাইল।

ইসরাইলি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হারের্তজ সংবাদপত্রকে বলেছেন, নেতানিয়াহু বলেছেন, এর ফলে রেইড দেয়ার উদ্দেশ্যে অভিযানের বদলে সামরিক হামলার নতুন লক্ষ্য হবে গাজায় স্থায়ীভাবে দখল কায়েম করা এবং সেখানে ইসরাইলের টেকসই উপস্থিতি নিশ্চিত করা।

এর আগে রোববার ইসরাইলি সামরিক বাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল যামিড বিশেষ বাহিনীর সদস্যদের বলেছেন যে, ‘গাজায় অভিযান আরো শক্তিশালী এবং অভিযানের আওতা বাড়ানোর উদ্দেশ্যে’ হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews