ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরইমধ্যে প্রতিশোধমূলক পাল্টপাল্টি বেশকিছু পদক্ষেপ নিয়েছে।
পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১৩০টি পারমাণবিক অস্ত্র সাজিয়ে রাখার জন্য নয়। ভারতের দিকেই তাক করা আছে।
তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে।
হানিফ আব্বাসী আরও বলেছেন, শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য। ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি, আপনাদের কোনো ধারণাই নেই যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে।
দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করলেন পাকিস্তানের রেলওয়েমন্ত্রী হানিফ আব্বাসী।
এদিকে এমন হুমকির পরই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের মহড়া শুরু করেছে।
Leave a Reply