ফেসবুকে শুধু ভালো কনটেন্ট বানালেই হবে না, আয় করতে হলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। প্ল্যাটফর্মটি স্পষ্ট করেছে, কনটেন্ট মনিটাইজেশনের সুযোগ পাবেন কেবল তারাই যাদের অ্যাকাউন্ট আসল ও প্রতিষ্ঠিত, এবং যারা টার্মস অব সার্ভিস ও কমিউনিটি স্ট্যান্ডার্ডস কঠোরভাবে মেনে চলবেন।
ফেসবুকের শর্তগুলো হলো—
১. কনটেন্ট মৌলিক হতে হবে
অন্যের লেখা, ছবি বা ভিডিও কপি করে আপলোড করলে মনিটাইজেশনের সুযোগ মিলবে না।
২. ক্ষতিকর, সহিংস বা ঘৃণামূলক কনটেন্ট নয়
যে কনটেন্ট অপসংস্কৃতি ছড়ায়, সহিংসতা উসকে দেয় বা বিদ্বেষ ছড়ায়—তা কখনোই আয়ের আওতায় আসবে না।
৩. যোগ্য দেশ থেকে পরিচালনা করতে হবে
শুধুমাত্র ফেসবুক অনুমোদিত দেশগুলোর বাসিন্দারাই মনিটাইজেশনের সুবিধা নিতে পারবেন।
অর্থাৎ মৌলিক, নিরাপদ এবং নিয়ম মেনে তৈরি কনটেন্টই ফেসবুকে আয়ের পথ খুলে দেবে।